পিলখানা ট্র্যাজেডির শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

অনলাইন ডেস্কঃ
Dec 27, 2025 - 17:51
 0  4
পিলখানা ট্র্যাজেডির শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করলেন তারেক রহমান
পিলখানা ট্র্যাজেডিতে শহীদ ৫৭ জন সেনা কর্মকর্তার কবর জিয়ারত করেছেন তারেক রহমান। ছবি: সংগৃহীত

পিলখানা ট্র্যাজেডিতে শাহাদাতবরণকারী ৫৭ জন সেনা কর্মকর্তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর বনানী সামরিক কবরস্থানে উপস্থিত হয়ে তিনি শহীদদের কবর জিয়ারত করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

শনিবার দিনের শুরুতে তারেক রহমান বনানী সামরিক কবরস্থানে পৌঁছান। সেখানে তিনি ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় নির্মম হত্যাকাণ্ডের শিকার তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন বীর সেনা কর্মকর্তার কবরে শ্রদ্ধা জানান। এ সময় তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করেন।

কবর জিয়ারতের সময় তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর প্রধান নিরাপত্তা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের বিশেষ কর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেন মৃধা, অ্যাডভোকেট মেহেদুল ইসলাম মেহেদী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর পরিচালক ডা. শাহ্ মুহাম্মদ আমান উল্লাহ।

সেনা কর্মকর্তাদের কবরে শ্রদ্ধা নিবেদনের আগে, তারেক রহমান বনানী কবরস্থানে শায়িত তাঁর ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকো এবং শ্বশুর, সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন। সেখানেও তিনি তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর (বর্তমান বিজিবি) সদর দপ্তরে সংঘটিত এক ভয়াবহ বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন। বাংলাদেশের ইতিহাসে এটি একটি শোকাবহ অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow