কাপ্তাইয়ে বিএসপিআই এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি পরিত্যক্ত দোকান পুড়ে ছাই
রাঙামাটির কাপ্তাইয়ে সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পরিত্যক্ত সাতটি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।
সোমবার (৩০ জুন) বেলা সাড়ে ১২টার দিকে বিদ্যুতের শর্ট-সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে বলে জানা গেছে। আগুন ছড়িয়ে পড়লে স্থানীয় জনগণ ও বিএসপিআই-এর শিক্ষার্থীরা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। পরে কাপ্তাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এবং বাংলাদেশ নৌবাহিনীর দমকল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহাদাত হোসেন জানান, “আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়।” তিনি আরও জানান, এ ঘটনায় আনুমানিক ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে এবং উদ্ধার করা গেছে প্রায় ১০ লাখ টাকার মালামাল।
এদিকে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন নিশ্চিত করেছেন যে, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয়ভাবে পরিত্যক্ত হলেও দোকানগুলোতে কিছু মালামাল সংরক্ষিত ছিল বলে জানা গেছে। ঘটনাটি ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
What's Your Reaction?






