বেরোবি ক্যাম্পাসে 'জয় বাংলা' লেখার ঘটনায় তদন্ত কমিটি গঠন

ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ‘জয় বাংলা’ ও ‘শেখ হাসিনা ফিরবে’ স্লোগান লেখা ঘটনাকে কেন্দ্র করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. হারুন আর রশিদ।
তিনি জানান, কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন ছাত্র উপদেষ্টা ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ইলিয়াছ প্রামানিক। সদস্যসচিব করা হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মাহবুবকে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—প্রক্টর ও ইইই বিভাগের অধ্যাপক ফেরদৌস রহমান, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মাসুদ রানা এবং আইসিটি সেলের ইঞ্জিনিয়ার বেলাল হোসেন। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার (১৫ জুলাই) গভীর রাতে একাডেমিক ভবন, লাইব্রেরি, যাত্রী ছাউনি ও বিভিন্ন স্থানে দেয়ালে লাল-কালো রঙে ‘জয় বাংলা’ ও ‘শেখ হাসিনা ফিরবে’ লেখা হয়। ঘটনাটি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এ ঘটনায় বুধবার (১৬ জুলাই) রাত ১০টায় প্রধান ফটকে বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। মিছিলে ছাত্রদলের আহ্বায়ক আল আমিন হোসেন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। একই রাতে ‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারেও বিক্ষোভ মিছিল হয়।
What's Your Reaction?






