মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে সুরভিতে দোয়া ও শোকসভা

মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
Jul 22, 2025 - 18:05
 0  2
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে সুরভিতে দোয়া ও শোকসভা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে বিশিষ্ট সমাজসেবী সৈয়দা ইকবাল মান্দ বানু প্রতিষ্ঠিত ‘সুরভি’র সুবিধাবঞ্চিত দুঃস্থ ও অসহায় শিশু-কিশোররা শোক প্রকাশ করেছে।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে রাজধানীর ধানমন্ডিতে সুরভি ক্যাম্পাসে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কোমলমতি শিশুদের আত্মার শান্তি ও বেহেশত কামনা করে মোনাজাত করেন শিশুরা।

এছাড়া দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন শিশু-কিশোরদের সুস্থতা এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য ধৈর্য ও শক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে সুরভির পরিচালক, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও অংশ নেন।

প্রসঙ্গত, স্বাধীনতা পদকপ্রাপ্ত সমাজসেবক সৈয়দা ইকবাল মান্দ বানু ১৯৭৯ সালে প্রতিষ্ঠা করেন পথশিশুদের সংগঠন ‘সুরভি’। এ পর্যন্ত প্রায় ৪০ লাখ সুবিধাবঞ্চিত শিশুকে শিক্ষার আলোয় আলোকিত করেছে প্রতিষ্ঠানটি।

‘সুরভি’ কেবল একটি প্রতিষ্ঠান নয়— এটি এক বিশ্বাস, যেখান থেকে শিশু-কিশোরদের জ্ঞানের আলোয় গড়ে তোলা হয় যোগ্য নাগরিক হিসেবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow