ফরিদপুরে শ্রমিক ইউনিয়নের নির্বাচন ঘিরে সংঘর্ষ — বাস চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Jul 22, 2025 - 17:57
 0  3
ফরিদপুরে শ্রমিক ইউনিয়নের নির্বাচন ঘিরে সংঘর্ষ — বাস চলাচল বন্ধ

ফরিদপুর মোটর ওয়াকার্স ইউনিয়ন (রেজি নম্বর- বি ১০৫৫) নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার (২২ জুলাই) হামলা, সংঘর্ষ ও বাস চলাচল বন্ধের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০-১৫ জন শ্রমিক আহত হয়েছেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ায় ফরিদপুর থেকে দেশের বিভিন্ন রুটের বাস চলাচল বন্ধ রয়েছে।

জানা গেছে, ইউনিয়নের বর্তমান কমিটি নির্বাচনের তারিখ ঘোষণা করলে এর বিরোধিতা করে শ্রমিকদের একটি অংশ। এ নিয়ে বিক্ষুব্ধ শ্রমিকরা মঙ্গলবার বেলা ১১টার দিকে ফরিদপুরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধনের ডাক দেয়।

মানববন্ধন শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ৩০-৪০ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে মানববন্ধনকারীদের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন শ্রমিক আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এরপর বিক্ষুব্ধ শ্রমিকরা দুপুর ১২টার দিকে ফরিদপুর থেকে সকল রুটের বাস চলাচল বন্ধ করে দেয়। তারা বাসস্ট্যান্ড এলাকা দখল নিয়ে হামলাকারীদের বিচার দাবিতে মিছিল করেন এবং আন্তজেলা শ্রমিক ইউনিয়নের অফিসে তালা ঝুলিয়ে দেয়।

বর্তমানে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বাসস্ট্যান্ড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow