বালিয়াকান্দিতে কৃষিবিদ রফিকুল ইসলামের হাত ধরে নীরব কৃষি বিপ্লব

আজমল হোসেন, বালিয়াকান্দি প্রতিনিধি, রাজবাড়ীঃ
Jul 17, 2025 - 22:53
 0  1
বালিয়াকান্দিতে কৃষিবিদ রফিকুল ইসলামের হাত ধরে নীরব কৃষি বিপ্লব

দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি কৃষি। সরকারের নানা উদ্যোগে এই খাত ক্রমেই আধুনিক হয়ে উঠছে। তারই ধারাবাহিকতায় রাজবাড়ীর বালিয়াকান্দিতে গ্রাম থেকে গ্রামে ঘটছে এক নীরব কৃষি বিপ্লব। বাড়ির ছাদেও গড়ে উঠছে সবুজের ছোঁয়া — জনপ্রিয় হচ্ছে ছাদ বাগান।

প্রান্তিক কৃষকরা স্বাচ্ছন্দ্য, উদ্দীপনা আর অক্লান্ত পরিশ্রমে কৃষির চাকা ঘোরাচ্ছেন। এতে শুধু গ্রামীণ অর্থনীতিই নয়, সমৃদ্ধ হচ্ছে জাতীয় অর্থনীতিও। অনেক গ্রাম এখন উৎপাদনের ফলে হয়ে উঠেছে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র।

বালিয়াকান্দি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম বলেন, “বর্তমানে এক জমিতে চার ফসল আবাদের উদ্যোগ চলছে। শস্য নিবিড়তা বৃদ্ধিতে সাথী ফসল উৎপাদনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।”

উপজেলার সাতটি ইউনিয়নে ধান, গম, ভুট্টাসহ নানা খাদ্যশস্য উৎপাদনে ইতিমধ্যে সাফল্যের নজির সৃষ্টি হয়েছে। একই জমিতে বছরে একাধিকবার পেঁয়াজ, রসুন, কালিজিরা, মশুরি, মটর চাষ করে বালিয়াকান্দি দেশের মধ্যে রেকর্ড গড়েছে বলেও জানান তিনি।

কৃষিবিদ রফিকুল ইসলাম মনে করেন, মাঠ পর্যায়ে কৃষি সম্প্রসারণ পরিকল্পনা, বাস্তবায়ন, মনিটরিং ও মূল্যায়ন আরও জোরদার করা প্রয়োজন। তাতে উৎপাদন আরও বহুগুণে বাড়বে।

জলাবদ্ধতা নিরসন, সেচব্যবস্থা উন্নয়ন, রেগুলেটর ও জলকপাট নির্মাণ, পাম্প স্থাপনসহ নানা প্রকল্পে অনাবাদী জমিও চাষের আওতায় এসেছে। বোরো, আমন, আউশ, পাট, রবিশস্য, সবজি—সব ফসলেই বেড়েছে আবাদ ও উৎপাদন। এখন আর এক ইঞ্চি জমিও ফেলে রাখা হচ্ছে না। কৃষকের পাশাপাশি গৃহিণীরাও কৃষিকাজে অংশ নিচ্ছেন।

তিনি আরও বলেন, “সরকারের নানা উদ্যোগে কৃষিজ আয় বাড়ছে। আধুনিক প্রযুক্তির কারণে এখন প্রতি বিঘায় ২৫ মণের বেশি ধান উৎপাদন সম্ভব হচ্ছে। নতুন জাত উদ্ভাবনে কৃষিবিজ্ঞানীরা নিরলস পরিশ্রম করছেন। তাই কৃষি খাতে অভাবনীয় সাফল্য এসেছে।”

কৃষিবিদ রফিকুল ইসলামের ভাষায়, “কৃষক ও কৃষির অকৃত্রিম বন্ধু সরকার ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে বালিয়াকান্দির কৃষিতে আরও বড় বিপ্লব ঘটবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow