গোপালগঞ্জে হামলার প্রতিবাদে ফরিদপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও পথসভা

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের শান্তিপূর্ণ পদযাত্রায় আওয়ামী লীগ কর্মীদের হামলার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে ফরিদপুর শহরের কাঠপট্টি এলাকা থেকে মিছিলটি বের হয়ে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা জামায়াতের আমীর ইমতিয়াজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য অধ্যাপক আবদুত তাওয়াব, জেলা নায়েবে আমীর আবুল বাশার ও থানা আমীর জসীমউদ্দীন প্রমুখ।
বক্তারা বলেন, "বিগত ১৭ বছর আওয়ামী লীগ জনগণকে জিম্মি করে রেখেছিল। ৫ আগস্ট পট পরিবর্তনের পর দেশের মানুষ কথা বলার ও মত প্রকাশের স্বাধীনতা ফিরে পেয়েছে।"
তারা গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার ঘটনার তীব্র নিন্দা জানান এবং হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান।
What's Your Reaction?






