শ্যামলীতে চাপাতির মুখে ছিনতাই : অস্ত্র-বাইকসহ গ্রেফতার ৩

মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
Jul 17, 2025 - 22:46
 0  1
শ্যামলীতে চাপাতির মুখে ছিনতাই : অস্ত্র-বাইকসহ গ্রেফতার ৩

রাজধানীর শ্যামলীতে চাপাতি দেখিয়ে সর্বস্ব ছিনতাইয়ের ঘটনায় তিন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-তেজগাঁও (ডিবি) বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো—আল আমিন (২৮), আসলাম শিকদার (২৯) ও কবির (২২)। বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৫) ভোরে ঢাকা, কেরানীগঞ্জ ও ভোলার চরফ্যাশনে ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এর আগে, ১৪ জুলাই মোহাম্মদপুর এলাকা থেকে কবিরকে আটক করে ডিবি।

ডিবি সূত্র জানায়, গত ১১ জুলাই সকাল ৬টার দিকে ধামরাইয়ের কর্মস্থলে যাওয়ার পথে শিমিয়ন ত্রিপুরা (৩০) মেরিগোল্ড ইন্টারন্যাশনাল স্কুলের কাছে ছিনতাইকারীদের কবলে পড়েন। মোটরসাইকেলে আসা তিনজন দুর্বৃত্ত চাপাতি ও হাসুয়া দেখিয়ে তার কাছ থেকে ব্যাকপ্যাক, নগদ ১,০০০ টাকা, জাতীয় পরিচয়পত্র, ব্যাংক কার্ড, অফিস আইডি কার্ড, মোবাইল ফোন, পায়ের জুতা ও টি-শার্ট ছিনিয়ে নেয়।

ছিনতাইয়ের সেই দৃশ্য সিসিটিভি ফুটেজে ধরা পড়ে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পরে ভিকটিমের অভিযোগের ভিত্তিতে ১২ জুলাই শেরেবাংলা নগর থানায় মামলা হয়।

ডিবি জানায়, সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় ছিনতাইকারীদের শনাক্ত করে অভিযান চালানো হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল ও চাপাতি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত কবির সরাসরি ছিনতাইয়ে অংশ না নিলেও অস্ত্র, অর্থ ও অন্যান্য সরঞ্জাম সরবরাহ করত বলে ডিবির দাবি।

পুলিশ জানিয়েছে, তারা পেশাদার ছিনতাইকারী এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে শ্যামলীর ঘটনায় সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ছিনতাইচক্রের অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow