৪৮ কেজি গাঁজা ও পিকআপসহ তিন মাদক কারবারি গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকা থেকে ৪৮ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা (ডিবি) পুলিশের ওয়ারী বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো— রুবেল (৩০), মোঃ হেলাল মিয়া (২২) ও মাসুদ রানা (২৫)।
বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৫) সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির বিশেষ অভিযানে ধোলাইপাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
ডিবি-ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, রাজধানীতে মাদক বিরোধী বিশেষ অভিযানের সময় তারা জানতে পারে, ধোলাইপাড় এলাকায় কিছু মাদক কারবারি গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৮ কেজি গাঁজা ও একটি পিকআপসহ ওই তিনজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
ডিবি আরও জানিয়েছে, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে রাজধানীর যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় গাঁজা সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।
What's Your Reaction?






