গোপালগঞ্জে হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে এবং আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে বিক্ষোভ মিছিলটি শহরের পাওয়ার হাউজ রোড মোড় থেকে শুরু হয়ে কান্দিপাড়া মোড়, টি. এ. রোড, পৌর মুক্তমঞ্চ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে সমাবেশে মিলিত হয়।
জেলা জামায়াতের আমীর মোবারক হোসেন আকন্দের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, এসিস্ট্যান্ট সেক্রেটারি জুনায়েদ হাসান, জেলা শিবির সভাপতি হাসান মাহমুদ, অফিস সম্পাদক মনির হোসেন এবং যুব ও আইন বিষয়ক সম্পাদক কাজী সিরাজুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, “যারা ১৭ বছর ধরে দেশে ফ্যাসিজম কায়েম করেছিল, তারা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বিতাড়িত হয়েছে। অথচ এখনো তারা অস্ত্র হাতে গোপালগঞ্জে হামলা চালাচ্ছে—এটি অত্যন্ত উদ্বেগজনক। এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে এই হামলা দেশের গণতন্ত্রের জন্য চরম হুমকি।”
তারা সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
What's Your Reaction?






