গোপালগঞ্জে এনসিপির উপর হামলার প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ

গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ।
গতকাল বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে এনসিপির উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে হামলা চালিয়ে সমাবেশস্থল লণ্ডভণ্ড করা হয়। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। হামলায় চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হন বলে অভিযোগ করেন আয়োজকরা।
এর প্রতিবাদে বৃহস্পতিবার জামায়াতের ডাকে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভপূর্ব সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের (সাবেক এমপি) এবং কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার (সাবেক এমপি)।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. সেলিম উদ্দিন, জননেতা নুরুল ইসলাম বুলবুল, ডা. রেজাউল করিম ও ডা. শফিকুল ইসলাম মাসুদ।
বক্তব্যে নেতারা বলেন, রাজনৈতিক মতাদর্শে ভিন্নতা থাকলেও গণতান্ত্রিক অধিকার হরণের বিরুদ্ধে আমরা সবাই এক। ফ্যাসিস্ট সরকারের মদদপুষ্ট সন্ত্রাসীদের তাণ্ডব প্রশাসনের দুর্বলতার ফল। এ ঘটনার জন্য দায়ীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবি জানান তারা।
What's Your Reaction?






