বেরোবিতে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য ফরম বিতরণ ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ জুলাই) বিকাল ৩টায় বেরোবির প্রধান ফটকের পাশে আবু সাঈদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এম এম মুসা। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ মোঃ আদনান ও তাইজুল ইসলাম খান।
বেরোবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মোঃ আল আমিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ রাশেদ মন্ডলের সঞ্চালনায় এ কর্মসূচিতে কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
সদস্য ফরম সংগ্রহ করতে আসা শিক্ষার্থী ফারহান ফারুকী বলেন, “ছাত্রদলের সদস্য হতে পেরে আমি গর্বিত। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে গণতান্ত্রিক আন্দোলনের অংশ হতে পেরে আমি আবেগাপ্লুত। ছাত্রদলের শিক্ষা, ঐক্য, প্রগতি—এই মূলনীতি আমাকে অনুপ্রাণিত করেছে। ছাত্রদল শুধু একটি সংগঠন নয়, এটি একটি আদর্শিক পরিবার, যেখানে গণতন্ত্র ও দেশের জন্য লড়াই করা হয়।”
আহ্বায়ক মোঃ আল আমিন বলেন, “পরিচ্ছন্ন ছাত্ররাজনীতি ও গণতান্ত্রিক ধারা বজায় রাখাই আমাদের উদ্দেশ্য। রাজনীতি সচেতন শিক্ষার্থীরা আগ্রহ নিয়েই সদস্য ফরম গ্রহণ করছেন।”
কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি এম এম মুসা বলেন, “সারাদেশে ৩৮টি টিমের মাধ্যমে ছাত্রদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির কাজ করছে ছাত্রদল। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও শিক্ষার্থীদের কল্যাণে ছাত্রদল কাজ করে যাচ্ছে। সদস্য ফরম বিতরণ কর্মসূচির মাধ্যমে নতুনদের জাতীয়তাবাদী ছাত্রদলে স্বাগত জানানো হচ্ছে।”
বেরোবি শাখার উদীয়মান নেতা রিফাত হোসেন রাফি বলেন, “আহ্বায়ক আল আমিন ভাই শুধু নেতা নন, অভিভাবক। ছাত্রলীগের নির্যাতনের সময় তিনি আমাদের পাশে থেকেছেন। তাই তার বিদায়ের কথা ভাবতেই হৃদয়ে কষ্ট হয়। আমরা কেন্দ্রীয় নেতাদের কাছে আহ্বান জানাই, যারা রক্ত দিয়ে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করেছেন, তাদের মূল্যায়ন করুন—নব্য হাইব্রিডদের নয়।”
কর্মসূচিতে আহ্বায়ক ও সদস্য সচিবকে বিদায় সম্মাননা স্মারক প্রদান করা হয়। সদস্য ফরম বিতরণ ও জমাদান চলবে আগামী ২৩ জুলাই (বুধবার) পর্যন্ত।
What's Your Reaction?






