রাজবাড়ীর বালিয়াকান্দিতে শহীদ সাগরের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে নিহত রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার টাকাপোড়া গ্রামের শহীদ সাগর আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী শনিবার (১৯ জুলাই) শোক-সমাবেশ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে পালিত হয়েছে।
মাত্র ২১ বছর বয়সী মিরপুর সরকারি বাঙলা কলেজের রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাগর গত বছরের এই দিনে মিরপুর গোলচত্বরে পুলিশের গুলিতে প্রাণ হারান। একমাত্র পুত্রসন্তানকে হারিয়ে তাঁর পরিবার পার করেছে শোক আর শূন্যতার এক করুণ বছর।
শনিবার বাদ জুমা নিজ বাড়িতে পরিবারের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ উপলক্ষে রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার সাগরের বাড়িতে গিয়ে তাঁর শোকাহত বাবা-মায়ের খোঁজখবর নেন এবং তাঁদের সান্ত্বনা দেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারিফ উল ইসলাম শহীদ সাগরের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও জিয়ারত করেন।
এ সময় উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, বালিয়াকান্দি থানার ওসি জামাল উদ্দিন, নারুয়া ইউনিয়ন বিএনপি নেতা মো. আকিদুজ্জামান সেলিম, শহীদের বাবা, আত্মীয়-স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
What's Your Reaction?






