ফরিদপুরের ভাঙ্গায় খেলাফত মজলিশের প্রার্থী মিজানুরের গণজোয়ারে শোভাবহুল শোভাযাত্রা

ফরিদপুরের ভাঙ্গায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ খেলাফত মজলিশের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লার নেতৃত্বে বিশাল মোটর শোভাযাত্রা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ জুলাই) সকাল ১০টায় উপজেলার বিশ্বরোড সংলগ্ন খেলাফত মজলিশ কার্যালয় থেকে শুরু হয়ে শতাধিক গাড়িবহর ও প্রায় তিন শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন ইউনিয়ন প্রদক্ষিণ শেষে আজিমনগর ইউনিয়নের পুলিয়ায় প্রার্থীর নিজ বাড়িতে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীরা রিকশা প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। শোভাযাত্রা নিরাপত্তায় সংগঠনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়।
শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মাওলানা মিজানুর রহমান মোল্লা বলেন, ‘আমার নেতা আল্লামা মামুনুল হকের নির্দেশে আমি দীর্ঘদিন রাজনীতির মাঠে রয়েছি। এলাকার উন্নয়নে কাজ করেছি এবং ইসলামী আইনে দেশ পরিচালনার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এরই মধ্যে এলাকাবাসীর ব্যাপক সাড়া পেয়েছি।’
শোভাযাত্রা ও গণসংযোগে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ ওয়ালীউল্লাহ, সদরপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা সাদেকুর রহমান সিদ্দিকী, সাধারণ সম্পাদক মুফতি মামুনুর রশিদ, চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি মুফতি যাকারিয়া, সাধারণ সম্পাদক মুফতি সালাউদ্দীনসহ কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক।
What's Your Reaction?






