রেমিট্যান্স যোদ্ধার পরিবারের পাশে বুধন্তী প্রবাসী কল্যাণ সংগঠন

মোঃ শামীম মিয়া , বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়াঃ
Jul 22, 2025 - 12:29
 0  6
রেমিট্যান্স যোদ্ধার পরিবারের পাশে বুধন্তী প্রবাসী কল্যাণ সংগঠন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে সৌদি আরবে কর্মরত অবস্থায় মৃত্যু হওয়া খাতাবাড়ি গ্রামের প্রবাসী ফরহাদ খানের পরিবারের হাতে এক লক্ষ টাকা সহায়তা তুলে দেওয়া হয়েছে।

মরহুমের স্মরণে আয়োজিত দোয়া মাহফিল ও অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান আহ্বায়ক ও সাবেক প্রধান উপদেষ্টা সিরাজুল ইসলাম সিরু।

প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব ও সমাজসেবক মাহাবুল আলম সরদার।

অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন সংগঠনের সাবেক ক্যাশিয়ার মঞ্জিল খান ও সদস্য আমানুল্লাহ আমান।

বিশেষ অতিথি ছিলেন বুধন্তী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাজী এমদাদুল হোসেন ফারুক এবং সাবেক উপদেষ্টা খাবিরুর রহমান মনির খান।

এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবক মুন্সি আসাদুজ্জামান আসাদ, এডভোকেট আজিজুর রহমান হেলাল, আব্দুল কাইয়ুম রাষ্টু, হামিদুল্লাহ খান, মোহাম্মদ আলী, নূর মোহাম্মদ আবু, মিজানুর রহমান, ফকির আলমগীর, জসিম মুন্সী, জহিরুল ইসলাম বাবু, আনিসুর রহমান খান, আব্দুল মালেক, ইদ্রিস খান, আরজু মাস্টার, আবেদ আলী, খলিলুর রহমান, আম্মান মাস্টার, সেলিম মাস্টার, মজিবুর রহমান, বাহারাম খান, মহিবুর রহমান, শুকুর আল মাহমুদ, আনোয়ার হোসেন, আলাউদ্দিন, স্থানীয় ইমামগণসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি ৫৫০টি পরিবারকে সহায়তা এবং প্রায় ২৬ লাখ টাকা অনুদান দিয়েছে। প্রবাসীদের জরুরি স্বাস্থ্যসেবা, গরিব মেয়েদের বিয়ে, মসজিদ-মাদ্রাসা উন্নয়ন ও অসহায়দের পাশে দাঁড়াতে সংগঠনটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বুধন্তী ইউনিয়নের প্রবাসীদের সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে সমাজসেবায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে নেতৃবৃন্দ। তথ্যের জন্য ইসলামপুর বাজারের প্রধান কার্যালয় ও কেনা বাজারের উপ-কার্যালয়ে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow