অদম্য জসিমের অপেক্ষার অবসান, অবশেষে মিলল এনআইডি

শফিকুল ইসলাম জনি, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
Oct 9, 2025 - 17:46
 0  15
অদম্য জসিমের অপেক্ষার অবসান, অবশেষে মিলল এনআইডি

জন্ম থেকে দুটি হাত না থাকা ফরিদপুরের নগরকান্দার অদম্য যুবক জসিম মাতুব্বরের (২৬) দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে। সকল প্রতিবন্ধকতাকে জয় করে পা দিয়ে লিখে এইচএসসি পাস করা জসিম অবশেষে তার বহু আকাঙ্ক্ষিত জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হাতে পেয়েছেন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন স্বয়ং জসিমের ব্যবসা প্রতিষ্ঠান, উপজেলার লস্করদিয়া ইউনিয়নের কালীবাড়ি বাজারে গিয়ে তার হাতে এনআইডি কার্ডটি তুলে দেন।

এনআইডি কার্ড পেয়ে আবেগাপ্লুত জসিম বলেন, "জন্ম থেকে দুই হাত না থাকায় জীবনে অনেক কষ্ট করেছি। অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু এনআইডি পাইনি। আজ ইউএনও স্যার আমার দোকানে এসে নিজ হাতে কার্ডটি দিয়েছেন- এটা আমার জীবনের এক অবিস্মরণীয় মুহূর্ত। আমি স্যারের প্রতি কৃতজ্ঞ।"

শারীরিক সীমাবদ্ধতাকে জয় করে জসিম পা দিয়ে লিখেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। বর্তমানে তিনি ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র। তবে, জাতীয় পরিচয়পত্র না থাকায় তাকে পড়াশোনা, ব্যবসা এবং বিভিন্ন সরকারি-বেসরকারি সেবা পেতে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হচ্ছিল।

গত ২৪ সেপ্টেম্বর, ইউএনও দবির উদ্দিনের বিশেষ উদ্যোগে জসিমকে উপজেলা নির্বাচন অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে তার চোখের আইরিশ এবং পায়ের আঙ্গুলের মাধ্যমে স্বাক্ষর সংগ্রহ করা হয়। এরপর প্রয়োজনীয় কাগজপত্র দ্রুত নির্বাচন কমিশনে পাঠানো হলে, অবশেষে তার জাতীয় পরিচয়পত্র তৈরি হয়।

স্থানীয়রা প্রশাসনের এই মানবিক উদ্যোগকে সমাজের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছেন।

কার্ড বিতরণের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাওন সাগর, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, মাইটিভি প্রতিনিধি শফিকুল ইসলাম জনিসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow