কাপ্তাইয়ের সঙ্গীতগুরু ফনিন্দ্র লাল ত্রিপুরার চিকিৎসায় মানবিক উদ্যোগ

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার সাংস্কৃতিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র, প্রবীণ শিক্ষক ও সঙ্গীতগুরু ফনিন্দ্র লাল ত্রিপুরার জটিল রোগের চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমি। এই গুণী শিল্পীর পাশে দাঁড়াতে "মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য" শিরোনামে এক চ্যারিটি শো আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে।
আগামী ১৫ অক্টোবর, বুধবার, বিকেল ৪টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে এই বিশেষ সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে। বুধবার (৮ অক্টোবর) বিকেলে কাপ্তাই শিলছড়ি ফ্লোটিং প্যারাডাইসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এই মহতী উদ্যোগে সঙ্গীত পরিবেশন করতে আসছেন কলকাতা জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো "সারেগামাপা" খ্যাত চট্টগ্রামের শিল্পী শুভ দাশ। এছাড়াও মঞ্চ মাতাবেন চট্টগ্রামের নন্দিত কণ্ঠশিল্পী ও বেতার-টিভি শিল্পী রাজেশ সাহা, রিয়াজ ওয়ায়েজ, রোমেন বিশ্বাস রাজু। কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির পক্ষে গাইবেন বেতার ও টিভি শিল্পী মো. রফিক, রওশন শরীফ তানি এবং তামান্না ইসলাম।
সংবাদ সম্মেলনে চ্যারিটি শো উদযাপন কমিটির আহ্বায়ক ও উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক আনিছুর রহমান জানান, এই আয়োজন থেকে প্রাপ্ত সম্পূর্ণ অর্থ ফনিন্দ্র লাল ত্রিপুরার চিকিৎসায় ব্যয় করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি রুহুল আমিন। তিনি বলেন, "ফনিন্দ্র লাল ত্রিপুরা এই অঞ্চলের সাংস্কৃতিক বিকাশে অসামান্য অবদান রেখেছেন। একজন গুণী ও মানবিক মানুষের দুঃসময়ে তাঁর পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব।"
এ সময় আরও উপস্থিত ছিলেন চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ও শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক ডা. প্রবীর খিয়াং, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান, একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, যুগ্ম সম্পাদক জয়সীম বড়ুয়া, চ্যারিটি শো উদযাপন কমিটির যুগ্ম সম্পাদক মো. রফিক এবং সদস্য সচিব মংচাই মারমা সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা। সম্মেলনের শেষে চ্যারিটি শো-এর পোস্টার ও টিকিট উন্মোচন করা হয়।
উল্লেখ্য, ফনিন্দ্র লাল ত্রিপুরা প্রায় ২২ বছর ধরে কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তাঁর হাত ধরে কাপ্তাইয়ের অগণিত শিল্পী উঠে এসেছেন এবং জাতীয় পর্যায়ে সুনাম অর্জন করেছেন। বাংলাদেশ টেলিভিশনের "নতুন কুঁড়ি", জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা সহ বিভিন্ন মঞ্চে তাঁর শিষ্যরা কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। কাপ্তাইয়ের সাংস্কৃতিক অঙ্গনের এই পুরোধা ব্যক্তিত্ব গত মাস থেকে কিডনিসহ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। তাঁর এই দুঃসময়ে শিল্পকলা একাডেমির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সুধী সমাজ।
What's Your Reaction?






