কুরআন অবমাননার প্রতিবাদে শিক্ষার্থীর বিচারের দাবিতে পিরোজপুরে মানববন্ধন

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Oct 9, 2025 - 12:32
 0  3
কুরআন অবমাননার প্রতিবাদে শিক্ষার্থীর বিচারের দাবিতে পিরোজপুরে মানববন্ধন

নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক পবিত্র আল-কুরআন অবমাননার প্রতিবাদে এবং এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পিরোজপুরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) বিকাল ৫টায় জাতীয় উলামা মাশায়েখ আঈমা পরিষদ পিরোজপুর জেলা শাখার আয়োজনে টাউন ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

জাতীয় উলামা মাশায়েখ আঈমা পরিষদ সভাপতি মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জাতীয় উলামা মাশায়েখ আঈমা পরিষদের উপদেষ্টা মাওলানা মোঃ ইয়াহিয়া হাওলাদার, সহ-সভাপতি মাওলানা জাহাঙ্গীর হোসেন, সহ-সাধারণ সম্পাদক মুফতি আব্দুল্লাহ আল মামুন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আলামিন হোসাইন, বলাকা ক্লাব মসজিদের ইমাম মুফতি হাফিজুর রহমানসহ জেলার উলামা-মাশায়েখ, ধর্মপ্রাণ মুসল্লি ও স্থানীয় নেতৃবৃন্দ।

‎বক্তারা বলেন, ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ আল-কুরআনের অবমাননার মতো জঘন্য কর্মকান্ড মুসলমানদের ধর্মীয় অনুভ‚তিতে গভীর আঘাত হেনেছে। দেশের বিভিন্ন স্থানে এ ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছে। তারই ধারাবাহিকতায় পিরোজপুরেও মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

‎তারা আরে বলেন, আমরা শান্তিপূর্ণ মানুষ, কিন্তু ধর্ম নিয়ে কেউ কটুক্তি করলে বা অবমাননা করলে মুসলমানরা চুপ থাকতে পারে না। এই অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

মানববন্ধন শেষে টাউন ক্লাব থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বড় মসজিদের সামনে শেষ হয়। পরে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow