মঠবাড়িয়ায় মারামারি ও চাঁদাবাজির অভিযোগে বহিষ্কৃত যুবদল নেতা আটক

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Oct 16, 2025 - 16:43
 0  3
মঠবাড়িয়ায় মারামারি ও চাঁদাবাজির অভিযোগে বহিষ্কৃত যুবদল নেতা আটক

পিরোজপুরের মঠবাড়িয়ায় সাবেক পৌর যুবদল নেতা বেল্লাল (৪২)কে মারামারি ও চাঁদাবাজির অভিযোগ  গ্রেফতার করেছে র‍্যাব-৮ এর একটি টিম।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে আটকের পর ঐদিন রাতেই তাকে মঠবাড়িয়া থানায় সোপর্দ করা হয়। বেল্লাল মঠবাড়িয়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের দেলোয়ার হোসেনের পুত্র ও মঠবাড়িয়া পৌর যুবদলের সাবেক (বহিষ্কৃত) সদস্য। সে মঠবাড়িয়ায় চাঁদাবাজি সহ বিভিন্ন মামলায় আসামি।

অনুসন্ধানে জানা যায়, জুলাই অভ্যুত্থানের পর মঠবাড়িয়া পৌর যুবদলের সদস্য বেল্লাল উপজেলার বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, মব সৃষ্টি ও মারামারির সাথে জড়িত থাকেন। গত ৩ সেপ্টেম্বর মঠবাড়িয়ার একটি খাবার হোটেলে মব সৃষ্টি করে চাঁদা দাবি ও মারামারির ঘটনায় মঠবাড়িয়া থানায় হোটেল মালিক সুমী বেগম কর্তৃক বাদী হয়ে বেল্লাল সহ মোট ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। 

এ ঘটনার পরপরই পিরোজপুর জেলা যুবদল কর্তৃক বহিষ্কৃত হয় বেল্লাল। মঠবাড়িয়া থানায় গত ১৩ এপ্রিল উপজেলার তুষখালী গ্রামের শফিকুল ইসলাম কর্তৃক দায়েরকৃত একটি চাঁদাবাজি মামলার প্রধান এজাহার ভুক্ত আসামি তিনি এবং পূর্ব রাজপাড়া গ্রামের সেলিম হাওলাদার কর্তৃক জেলা এসপি বরাবর দায়েরকৃত চাঁদাবাজি মামলায় প্রধান আসামি এই বেল্লাল। এছাড়াও মোবাইল ছিনতাই ও চুরির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 

পুলিশ ও র‍্যাব জানায়, বেল্লালের অন্যতম সহযোগী ও চোর চক্রের সক্রিয় সদস্য (পালাতক আসামি) খালিদ ইমনসহ চাঁদাবাজ চক্রের অন্যান্য সদস্যদের আটকের চেষ্টা চলছে।

মঠবাড়িয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এই প্রতিবেদককে বলেন, পৃথক ২টি চাঁদাবাজি মামলায় আটক দেখিয়ে বেল্লালকে বৃহস্পতিবার কোর্টে সোপর্দ করা হয়। এসব মামলার অন্যান্য আসামিদের আটকের চেষ্টা চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow