নওগাঁর আত্রাইয়ে মৎস্য সম্পদ রক্ষায় অভিযান

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Oct 16, 2025 - 16:37
 0  4
নওগাঁর আত্রাইয়ে মৎস্য সম্পদ রক্ষায় অভিযান

নওগাঁর আত্রাইয়ে মৎস্য সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের এক যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সুতি ও রিংজাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পৈসাওতা খালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জালগুলো জব্দ করা হয়। পরে জনসম্মুখে সেগুলো পুড়িয়ে ফেলা হয়।

এই অভিযানটির নেতৃত্ব দেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক। অভিযানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান, আত্রাই থানা পুলিশ এবং মৎস্য দপ্তরের অন্যান্য কর্মচারী

মো. নূরে আলম সিদ্দিক বলেন, "দেশের মৎস্য সম্পদ রক্ষা এবং মাছের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। বিশেষ করে এই প্রজনন মৌসুমে অবৈধভাবে মাছ শিকার সম্পূর্ণ নিষিদ্ধ।" তিনি আরও কঠোর হুঁশিয়ারি দিয়ে জানান, পৈসাওতা খালসহ উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ সুতি ও রিংজাল ব্যবহার করে মাছের পোনা ও প্রজননক্ষম মাছ নিধনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান বলেন, "দীর্ঘমেয়াদে মৎস্য সম্পদ সুরক্ষার জন্য অবৈধ জালের ব্যবহার বন্ধ করা অপরিহার্য।" তিনি ব্যাখ্যা করে বলেন, এই ধরনের জাল ব্যবহারে মাছের ছোট পোনা থেকে শুরু করে বড় আকারের মাছ পর্যন্ত ধরা পড়ে, যা মৎস্য জীববৈচিত্র্যের জন্য এক মারাত্মক হুমকি। তিনি স্থানীয় জেলেসহ সর্বসাধারণকে অবৈধ জাল ব্যবহার থেকে বিরত থাকার এবং মৎস্য সংরক্ষণ আইন মেনে চলার জন্য আহ্বান জানান। একইসাথে তিনি সরকারের মৎস্য সম্পদ রক্ষার এই উদ্যোগে সকলকে সক্রিয়ভাবে এগিয়ে আসার অনুরোধ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow