কাউখালীতে বিএনপি নেতাকে পিটিয়ে টাকা ছিনতাই করে নেওয়ার অভিযোগ

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Oct 16, 2025 - 16:29
 0  3
কাউখালীতে বিএনপি নেতাকে পিটিয়ে টাকা ছিনতাই করে নেওয়ার অভিযোগ

পিরোজপুরের কাউখালীতে ইউনিয়ন বিএনপির নেতাকে পিটিয়ে জখম করে সঙ্গে থাকা টাকা ছিনতাই করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১৫ অক্টোবর) রাতে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের মধ্য জোলাগাতি  ওয়ার্ড বিএনপি'র সভাপতি জয়নাল খানের পুত্র  সাখাওয়াত হোসেন খান (৪৮)কে রাত ৮টার দিকে বাড়ি থেকে মোল্লাহাট বাজারে যাবার পথে একই এলাকার নূর মোহাম্মদের তিন ছেলে মাসুদ হোসেন, আব্বাস হোসেন, এমাদুল হক সহ দলবল নিয়ে পিছন থেকে আঘাত করে তার পকেটে থাকা ১ লক্ষ ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ সময় সাকাওয়াত হোসেন ডাক চিৎকার দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায় এবং এলাকাবাসী আহত সাকাওয়াত হোসেনকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত অবস্থায় আছেন।

আহত সাকাওয়াত হোসেন জানান,তিনি সুপারি ক্রয় করার জন্য মোল্লাহাটে পাইকারি ব্যবসায়ীদের টাকা দেওয়ার জন্য বাড়ি থেকে বের হলে পথের মধ্যেই তাকে আক্রমণ করে সঙ্গে থাকা ১ লক্ষ ১০ হাজার টাকা জোর করে ছিনিয়ে নিয়ে যায়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। 

এ ব্যাপারে কাউখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোলায়মান জানান, লিখিত অভিযোগ পাইনি তবে মৌখিকভাবে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থার গ্রহণ করা হইবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow