পিরোজপুর জেলা পুলিশের সহযোগিতায় ২৫টি মোবাইল ফোন ও ২টি হ্যাকড ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার

মোঃ নাজমুল হোসেন, পিরোজপুর জেলা প্রতিনিধি
May 8, 2025 - 17:05
 0  2
পিরোজপুর জেলা পুলিশের সহযোগিতায় ২৫টি মোবাইল ফোন ও ২টি হ্যাকড ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার

পিরোজপুর জেলা পুলিশের তথ্যপ্রযুক্তিনির্ভর অভিযানে হারিয়ে যাওয়া ২৫টি মোবাইল ফোন এবং ২টি হ্যাকড ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) সকাল ১০টায় জেলা পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসেরের নির্দেশনায় এবং আইসিটি ও মিডিয়া শাখার উদ্যোগে এসব ফোন ও অ্যাকাউন্ট প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

জেলা পুলিশের আইসিটি টিম বিভিন্ন থানায় করা জিডিগুলো পর্যালোচনা করে তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন জেলা থেকে এসব মোবাইল ফোন উদ্ধার করে। উদ্ধার হওয়া ফোনগুলোর মধ্যে রয়েছে ভিভো, রেডমি, স্যামসাং, রিয়েলমি ও অপোসহ বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল।

উদ্ধার হওয়া ফোনগুলোর মধ্যে সদর থানা থেকে ৬টি, ইন্দুরকানী (জিয়ানগর) থানা থেকে ২টি, মঠবাড়িয়া থানা থেকে ৪টি, নাজিরপুর থানা থেকে ১০টি এবং কাউখালী থানা থেকে ৩টি মোবাইল রয়েছে।

হারানো ফোন ফিরে পেয়ে ভুক্তভোগীরা জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্য, সাংবাদিক ও মিডিয়া প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের বলেন, “উদ্ধার অভিযানসহ জনগণের যেকোনো সেবামূলক কার্যক্রমে পিরোজপুর জেলা পুলিশ সদা তৎপর। আমাদের এই ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow