পিরোজপুরে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৫ এর বর্ণাঢ্য উদ্বোধন

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Sep 14, 2025 - 17:33
 0  4
পিরোজপুরে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৫ এর বর্ণাঢ্য উদ্বোধন

পিরোজপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পৃষ্ঠপোষকতায় জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৩টায় পিরোজপুর জেলা স্টেডিয়ামে এক বর্ণাঢ্য আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। এসময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার ও সদস্য সচিব মো: হুসাইন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য জাকির হোসেন খান। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম কিসমত, নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য হিরুয়ার রহমান মোল্লা সহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক ফুটবলার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ লিটন খান।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই। খেলাধুলাই পারে তরুণ প্রজন্মকে সুস্থ দেহ ও সুন্দর মন গঠনে সহায়তা করতে এবং মাদক থেকে দূরে রাখতে।

উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় পিরোজপুর জেলা ফুটবল দল ও বাগেরহাট জেলা ফুটবল দল। খেলা দেখতে মাঠে হাজারো দর্শকের উপস্থিতি এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে, যা খেলোয়াড়দের খেলায় বাড়তি উদ্দীপনা যোগায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow