কাউখালীতে নিষেধাজ্ঞা অমান্য করায় দুই জেলের এক মাসের কারাদণ্ড

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Oct 12, 2025 - 18:34
 0  3
কাউখালীতে নিষেধাজ্ঞা অমান্য করায় দুই জেলের এক মাসের কারাদণ্ড

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে পিরোজপুরের কাউখালী উপজেলায় দুই জেলেকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন—পলাশ হাওলাদার (৪৫) ও আব্দুল আউয়াল (২৭)। পলাশ সুবিদপুর গ্রামের আমির আলীর ছেলে এবং আউয়াল একই গ্রামের ইয়াছিন হাওলাদারের ছেলে।

শনিবার (১১ অক্টোবর) রাত ৩টার দিকে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল বাদামতলা এলাকার কঁচা ও সন্ধ্যা নদীর মোহনায় অভিযান চালায়। অভিযানে তিন হাজার মিটার জালসহ দুই জেলেকে আটক করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান রোববার (১২ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করে জানান, মা ইলিশ সংরক্ষণের সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু জেলে মাছ শিকার করছিল। এ সময় তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, মা ইলিশ সংরক্ষণে গত ৪ অক্টোবর থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, বিক্রয় ও মজুদে সরকারি নিষেধাজ্ঞা জারি রয়েছে। এই নির্দেশনা কার্যকর রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করছে স্থানীয় প্রশাসন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow