রাণীনগরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

কাজী আনিছুর রহমান, রাণীনগর প্রতিনিধি, নওগাঁঃ
Oct 12, 2025 - 18:27
 0  3
রাণীনগরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারাদেশের মতো নওগাঁর রাণীনগর উপজেলাতেও শুরু হয়েছে জাতীয় বিনামূল্যের টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫। রবিবার (১২ অক্টোবর) সকালে রাণীনগর ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কেএইচএম ইফতেখারুল আলম খাঁন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরে আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকারিয়া সুলতান, রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ার হোসেন তোতা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, টাইফয়েড একটি মারাত্মক ব্যাকটেরিয়াজনিত রোগ। এ টিকা গ্রহণের মাধ্যমে শিশু ও কিশোররা এ রোগ থেকে দীর্ঘমেয়াদে সুরক্ষা পাবে। এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইফতেখারুল আলম জানান, রাণীনগর উপজেলায় বিদ্যালয় পর্যায়ে ২৯,৫০৩ জন ছেলে-মেয়ে এবং কমিউনিটি পর্যায়ে ১৭,৯৪৪ জন শিশু-কিশোর বিনামূল্যে এ টিকা পাবে।

তিনি আরও বলেন, “যেসব শিশু কোনো কারণে ক্যাম্পেইনের সময় টিকা গ্রহণ করতে পারবে না, তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী কেন্দ্রে এসে টিকা নিতে পারবে।” সবার সার্বিক সহযোগিতায় কর্মসূচি সফলভাবে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow