বাবার হাতে পদক তুলে দেওয়ার স্বপ্ন অপূর্ণ রইল শিউলি সুলতানার

What's Your Reaction?







সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
প্রাথমিক শিক্ষা পদক ২০২৪-এ শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের সম্মান অর্জন করেছিলেন শিউলি সুলতানা। বাবার হাতে গর্বের এই পদকটি তুলে দেওয়ার জন্য রবিবার (১১ মে) রাতে ঢাকায় থেকে নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলায় ফিরছিলেন তিনি। কিন্তু বাড়ি ফেরার আগেই খবর পেলেন, তাঁর ৮৫ বছর বয়সী বাবা আব্বাস আলী আর বেঁচে নেই।
শিউলি সুলতানা নীলফামারীর সৈয়দপুর উপজেলার সাবর্ডিনেট কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। তাঁর বাবা আব্বাস আলী সৈয়দপুর রেলওয়ে কারখানার অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন।
গত শনিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সম্মেলন কক্ষে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫-এর উদ্বোধন এবং প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ প্রদান করা হয়। সেখানে ১৪টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। এছাড়া শিক্ষার্থীদের ক্রীড়া, সংস্কৃতি ও কুইজ প্রতিযোগিতার ১৮টি ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়।
শিউলি সুলতানা বলেন, ‘অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল (সি আর) আবরারের হাত থেকে পদকটি নিয়েছিলাম। বাবার হাতে পদকটি তুলে দেওয়ার সংকল্প নিয়ে রওনা দিয়েছিলাম। কিন্তু তার আগেই বাবার মৃত্যুর সংবাদ পাই। আজকের এই অর্জনের পেছনে আমার বাবার অনেক বড় অবদান রয়েছে। তাঁর অনুপ্রেরণায়ই আমি আজকের অবস্থানে পৌঁছেছি।’
শিউলি সুলতানার এমন মর্মস্পর্শী ঘটনায় এলাকাবাসীসহ সহকর্মীরা শোকাহত। বাবার মৃত্যুতে শিউলি সুলতানার পরিবারে এখন শোকের ছায়া।
Aug 3, 2025 0 390
Aug 4, 2025 0 278
Aug 1, 2025 0 177
Aug 12, 2025 0 161
Aug 7, 2025 0 136
Aug 12, 2025 0 19
Aug 12, 2025 0 9
Aug 12, 2025 0 2
Aug 12, 2025 0 3
Aug 12, 2025 0 4
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।