নওগাঁর সুস্বাদু আম বাজারে আসছে ২২ মে থেকে
আগামী ২২ মে থেকে নওগাঁসহ দেশের বাজারে আসছে নওগাঁর রসালো, সুমিষ্ট ও সুস্বাদু আম। জেলা প্রশাসনের নির্ধারিত সময়সূচী অনুযায়ী ওই দিন থেকে স্থানীয় জাতের গুটি আম নামানোর মধ্য দিয়ে শুরু হবে এ বছরের আম সংগ্রহ।
সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জাত ভেদে আম সংগ্রহ ও বাজারজাতকরণের সময়সূচী ঘোষণা করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল জানান, ২২ মে স্থানীয় গুটি আম দিয়ে আম সংগ্রহ শুরু হবে। এরপর গোপালভোগ আম ৩০ মে, হিমসাগর বা ক্ষীরশাপাত ২ জুন, জিআই স্বীকৃতি প্রাপ্ত নাক ফজলি ৫ জুন, ল্যাংড়া ১০ জুন, আম্রপালি ১৮ জুন এবং ফজলি ২৫ জুন থেকে পাড়া যাবে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ জানান, চলতি বছর ৩০ হাজার ৩০০ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৮৬ হাজার মেট্রিক টন। এ বছর আম বাণিজ্য থেকে ৪ হাজার কোটি টাকা আয়ের সম্ভাবনা রয়েছে।
জেলা প্রশাসক আব্দুল আউয়াল আরও বলেন, “নওগাঁর নাক ফজলি আম ইতোমধ্যেই জিআই স্বীকৃতি পেয়েছে। আমরা এ সুনাম ধরে রাখতে ও ভোক্তাদের কাছে বিষমুক্ত আম পৌঁছে দিতে বদ্ধ পরিকর। তাপমাত্রার কারণে আম পরিপক্ক হলে কৃষি অফিসের অনুমতি সাপেক্ষে আগেই আম সংগ্রহ করা যাবে।”
সভায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও আম চাষিরা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?






