আত্রাইয়ে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় আত্রাই বেইলি ব্রিজের দক্ষিণ পাশে মাইক্রো স্ট্যান্ডের সামনে এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক, আত্রাই উপজেলা বিএনপির সভাপতি ও নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এসএম রেজাউল ইসলাম রেজু। তিনি বলেন, “৭ নভেম্বর শুধু একটি দিন নয়, এটি জাতীয় ঐক্য ও সংহতির প্রতীক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু করে জাতিকে নতুন দিকনির্দেশনা দিয়েছিলেন। আমরা তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি।”
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আব্দুল জলিল চকলেট এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ইকবাল পারভেজ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন। তিনি বলেন, “ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনা হলো জাতীয় সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রতি অবিচল থাকা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দিনে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। আজ আমাদের দায়িত্ব সেই চেতনাকে ধারণ করে দেশ ও গণতন্ত্র রক্ষায় কাজ করা।”
এছাড়াও সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক ও মো. কামরুল হাসান সাগর, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলম প্রমুখ।
বক্তারা বলেন, জাতীয় ঐক্য, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
What's Your Reaction?
আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ