সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণে নাগরিক সচেতনতা জরুরি
নওগাঁয়ে সুষ্ঠু নির্বাচন, গণতন্ত্রের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ: নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিতরা সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীকে গণতন্ত্রের অন্যতম রক্ষাকবচ হিসেবে বর্ণনা করে বলেন, এটি একটি সুস্থ রাষ্ট্রব্যবস্থা গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৯টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সুজন-সুশাসনের জন্য নাগরিক, নওগাঁ জেলা কমিটির আয়োজনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সুজন নওগাঁ জেলা কমিটির সভাপতি মো. মোফাজ্জল হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. মোকসেদ আলি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজনের বিভাগীয় সমন্বয়ক মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এরিয়া সমন্বয়ক মো. আসির উদ্দিন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম ও মোঃ শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিনহাজ উদ্দিনসহ অন্যান্য সদস্য এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
বক্তারা ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পার হলেও দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্র ও ভোটাধিকারের পূর্ণ বাস্তবায়ন এখনো হয়নি। পূর্বের কর্তৃত্ববাদী শাসনের কারণে নির্বাচন ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছিল। বক্তারা রাষ্ট্র সংস্কার এবং নির্বাচন ব্যবস্থার পরিশুদ্ধি ছাড়া গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ লাভ করতে পারবে না বলে মন্তব্য করেন।
গোলটেবিল বৈঠকে সুষ্ঠু নির্বাচন আয়োজনের গুরুত্বের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা নির্বাচনকালীন দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের দাবি জানান। তারা বলেন, ভোটারদের আস্থা ফেরাতে নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে হবে। এছাড়া, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করাও এখন প্রধান চ্যালেঞ্জ।
বক্তারা গণতান্ত্রিক উত্তরণের জন্য রাষ্ট্রের নীতিগত ও কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ ব্যবস্থা চালু করা, বিচার বিভাগ ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা, রাজনৈতিক দলগুলোর মধ্যে অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা ও মনোনয়ন বাণিজ্যের অবসান।
পরিশেষে বক্তারা বলেন, শুধুমাত্র আইন পরিবর্তন যথেষ্ট নয়; নাগরিকদের গণতান্ত্রিক মূল্যবোধ চর্চা ও সচেতনতাই পারে একটি কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে।
What's Your Reaction?
আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ