পাহাড়ে প্রান্তিক শিশুদের আর্ট ক্যাম্প ও বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ
Nov 21, 2025 - 21:51
 0  3
পাহাড়ে প্রান্তিক শিশুদের আর্ট ক্যাম্প ও বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত

বান্দরবানের থানচি উপজেলায় প্রান্তিক শিশুদের সৃজনশীলতা উদ্দীপিত করতে আর্ট ক্যাম্প এবং পাহাড়ি অঞ্চলের সাধারণ জনগণের চিকিৎসা সেবা পৌঁছে দিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি আয়োজন করে ফিমেইল হাইজিন পার্টনার ঋতু অর্গানাইজেশন।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে থানচি উপজেলা মিনি স্টেডিয়াম ও রেমাক্রী বাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত এই কার্যক্রমে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রান্তিক জনগণ অংশগ্রহণ করেন। দিনব্যাপী চলা ক্যাম্পে ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় তিনশত রোগীর স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা প্রদান করেন।

ক্যাম্পে ট্রমা, অর্থোপেডিক্স, গাইনোলজি, মেডিসিন, গ্যাস্ট্রোলোজি, নিউরো মেডিসিন, ডেন্টাল, শিশু রোগ এবং ফুসফুস রোগসহ বিভিন্ন চিকিৎসা সেবা দেওয়া হয়। এছাড়া উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চোখের চিকিৎসা এবং বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ নির্ণয় ও রক্তের গ্রুপ নির্ধারণের ব্যবস্থা করা হয়। এছাড়াও প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।

ভাননুসাম বম, একজন সেবা গ্রহীতা বলেন, “খবর শুনে আমরা পুরো পরিবার নিয়ে এসেছি। ডাক্তাররা আমাদের দেখেছেন এবং ফ্রি ওষুধও দিয়েছেন। এমন ক্যাম্প সব জায়গায় হলে আমাদের জেলার সবাই চিকিৎসা সেবা পাবে।”

শৈচিং মারমা বলেন, “কিছুদিন ধরে শুনছি এখানে বড় ডাক্তাররা আসবেন এবং ফ্রি ওষুধ দেবেন। আজ এসে দেখলাম সত্যিই তাই। অনেকের প্রাইভেট হাসপাতালে খরচ করতে হয়, এখানে ফ্রি সেবা পেয়ে আমরা খুবই সন্তুষ্ট।”

চট্টগ্রাম থেকে আসা ডাক্তার প্রিয়াংকা নওশীনের নেতৃত্বে ১০ জন ডাক্তার দুই ভাগে বিভক্ত হয়ে থানচি এবং রেমাক্রীতে প্রায় ৩০০ জন রোগীর সেবা প্রদান করেন। এছাড়া কক্সবাজার ও চট্টগ্রাম থেকে আহমেদ রেজাউল মোস্তফা তানিমের নেতৃত্বে চারজনের একটি দল দিনব্যাপী প্রান্তিক শিশুদের জন্য আর্ট ক্যাম্প আয়োজন করেন। এতে ৩৫ জন শিশু অংশগ্রহণ করে, ছবি আঁকা, মাটির বিভিন্ন শৈলী ও রঙ ব্যবহার সম্পর্কিত ধারণা গ্রহণ করে।

ডা. প্রিয়াংকা নওশীন বলেন, “অনেক হতদরিদ্র রোগী আছেন যারা প্রাপ্য চিকিৎসা সেবা পাচ্ছেন না। তাদের জন্য আমরা বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে দিনব্যাপী সেবা দিয়েছি। প্রাথমিক চিকিৎসার পর প্রয়োজনীয় ক্ষেত্রে বিনামূল্যে অপারেশন ও সহায়তা প্রদান করা হবে।”

ডা. মাঈশা বলেন, “হতদরিদ্র ও পাহাড়ি গ্রামাঞ্চলের মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে আমরা নিয়মিত এই ধরনের বিনামূল্যের ক্যাম্প আয়োজন করব। প্রত্যন্ত অঞ্চলের মানুষদের চিকিৎসা সেবার আওতায় আনা আমাদের মূল লক্ষ্য।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow