নগরকান্দায় ফসলি জমি ধ্বংস করে বছরজুড়ে অবৈধ বালু উত্তোলন, প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি

মিজানুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
Jan 11, 2026 - 16:50
 0  6
নগরকান্দায় ফসলি জমি ধ্বংস করে বছরজুড়ে অবৈধ বালু উত্তোলন, প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি

ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নে ফসলি জমি ও জলাশয় ধ্বংস করে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বছরজুড়ে চলছে বালু উত্তোলনের মহোৎসব। স্থানীয় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এবং সরকারি আইনের তোয়াক্কা না করে মাসের পর মাস এই অবৈধ কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন ড্রেজার মালিক রবিন।

সরেজমিনে দেখা যায়, উপজেলার কাইচাইল বিলে অবৈধ ড্রেজার মেশিন বসানো হয়েছে। সেখান থেকে পাইপ লাইনের মাধ্যমে মধ্য কাইচাইল এলাকার আলী মিয়ার বাড়ির সামনের সড়কের পাশে বালু দিয়ে পুকুর ভরাটের কাজ চলছে। সরকারি আইন অমান্য করে ফসলি জমির শ্রেণী পরিবর্তন এবং পরিবেশের তোয়াক্কা না করে নিজের প্রভাব খাটিয়ে দেদারসে বালু ব্যবসা চালিয়ে যাচ্ছেন অভিযুক্ত রবিন।

এলাকাবাসীর অভিযোগ, কৃষি জমি থেকে এভাবে বালু উত্তোলনের ফলে আশেপাশের ফসলি জমিও ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে। একাধিকবার নিষেধ করা সত্ত্বেও ক্ষমতার দাপট দেখিয়ে রবিন তার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে অভিযুক্ত ড্রেজার মালিক রবিনের সাথে কথা বলতে গেলে তিনি সাংবাদিকদের প্রতি দম্ভভরে বলেন, “আপনারা লিখে কিছুই করতে পারবেন না। এর আগেও তো অনেক লিখেছেন, কী হয়েছে?”

অবৈধ বালু উত্তোলনের বিষয়ে জানতে চাইলে নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া বলেন, “বিষয়টি আমি অবগত হয়েছি। খোঁজখবর নিয়ে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে, ফসলি জমি ও পরিবেশ রক্ষায় দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় জমির মালিক ও সচেতন এলাকাবাসী। তাদের দাবি, এখনই এই অবৈধ ড্রেজার বন্ধ না করলে এলাকার কৃষি ব্যবস্থা ও পরিবেশ চরম হুমকির মুখে পড়বে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow