ফরিদপুরে সাড়ে ৬ হাজার কেজি ভেজাল গুড় জব্দ, কারখানা সিলগালা

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Dec 3, 2025 - 00:21
 0  5
ফরিদপুরে সাড়ে ৬ হাজার কেজি ভেজাল গুড় জব্দ, কারখানা সিলগালা

ফরিদপুরের সদর উপজেলার শিবরামপুরের ছোট বটতলা এলাকায় একটি ভেজাল গুড় প্রস্তুতকারক কারখানায় অভিযান চালিয়ে সাড়ে ৬ হাজার কেজি ভেজাল গুড় জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (০২ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে কারখানাটি সিলগালা করা হয়। পাশাপাশি মালিক স্বপন কুমার শীলের বিরুদ্ধে বিশুদ্ধ খাদ্য আদালতে মামলা দায়ের করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমান। এসময় ফরিদপুরের নিরাপদ খাদ্য অফিসার মো. আজমুল ফুয়াদসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান সূত্রে জানা যায়, কারখানাটি ছিল অত্যন্ত নোংরা, স্যাঁতস্যাঁতে ও অস্বাস্থ্যকর। এখানে ভারত থেকে আমদানিকৃত নিম্নমানের টিনজাত চিটাগুড়—যা মূলত গরুর খাদ্যে ব্যবহৃত হয়—তার সঙ্গে নিষিদ্ধ হাইড্রোজ, ফিটকিরি, নন-ফুড গ্রেড ক্ষতিকর রঙ ও ফ্লেভার, পচা মিষ্টি, নষ্ট গাদ, ময়দা, সোডা, চিনি ইত্যাদি মিশিয়ে খেজুর ও আখের গুড় তৈরি করা হতো। এছাড়া কারখানা থেকে রেজিন, সলভেন্ট, আঠা, জুতার সোল তৈরির রাসায়নিকসহ বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল কেমিকেলও জব্দ করা হয়।

নিরাপদ খাদ্য অফিসার মো. আজমুল ফুয়াদ জানান, কারখানার নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, তারা মূলত রাতের অন্ধকারে এসব ভেজাল গুড় উৎপাদন করে ফরিদপুর অঞ্চলসহ ঢাকা ও রাজশাহীর বাজারে সরবরাহ করতো।

অভিযান শেষে জব্দ করা সব কেমিকেল ও ভেজাল গুড় জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow