সদরপুরে পরিবার পরিকল্পনা কর্মীদের এক দফা দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
Dec 3, 2025 - 00:17
 0  9
সদরপুরে পরিবার পরিকল্পনা কর্মীদের এক দফা দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি

ফরিদপুরের সদরপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন মাঠপর্যায়ের কর্মীরা এক দফা দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন। পরিদর্শিকা (FWV), পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) ও পরিবার কল্যাণ সহকারী (FWA)–রা প্রস্তাবিত নিয়োগবিধি সংশোধন ও দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে এই কর্মসূচি পালন করেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কর্মীরা অবস্থান কর্মসূচিতে অংশ নেন।

কর্মসূচিতে অংশ নিয়ে পরিবার কল্যাণ সহকারী সাজেদা আক্তার বলেন, “বহুদিন ধরে দাবি জানানো হলেও কোনো অগ্রগতি নেই। তাই আমাদের দাবি—দ্রুত সংশোধিত নিয়োগবিধি বাস্তবায়ন করতে হবে।”

পরিবার পরিকল্পনা পরিদর্শক সৈয়দ রাকিবুল আহসান বলেন, “পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে মাঠপর্যায়ে কর্মরত ৩৩ হাজার কর্মকর্তা–কর্মচারী চাকরিতে যোগদানের পর থেকে কোনো নিয়োগবিধি না থাকায় পদোন্নতি বা আর্থিক সুবিধা পাচ্ছেন না। যে পদে যোগদান করা হয়, সেই পদেই বিদায় নিতে হচ্ছে।”

তিনি আরও বলেন, “নিয়োগবিধি সংশোধনের আশ্বাস দেওয়া হলেও বাস্তবায়নের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। তাই দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি।”

মাঠপর্যায়ের এসব কর্মীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow