মাগুরায় ৩৬টি মক্তবের ২৭০ শিশুকে পবিত্র কুরআনের প্রথম সবক ও শিক্ষা উপকরণ প্রদান

বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ
Jan 11, 2026 - 19:04
 0  4
মাগুরায় ৩৬টি মক্তবের ২৭০ শিশুকে পবিত্র কুরআনের প্রথম সবক ও শিক্ষা উপকরণ প্রদান

শিশুদের মাঝে পবিত্র কুরআন শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে মাগুরায় এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগের আওতায় জেলার ৩৬টি মক্তবের ২৭০ জন শিশুকে পবিত্র কুরআনুল কারীমের প্রথম সবক প্রদান করা হয়েছে।

শনিবার (৯ জানুয়ারি) দুপুরে মাগুরা জেলা মডেল মসজিদে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের হাতে পবিত্র কুরআন শরীফ, কুরআন রাখার রেহেলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

মুফতি জুবায়ের আহমেদের তত্ত্বাবধানে পরিচালিত ‘ইসলামী দাওয়াহ ইনস্টিটিউট’ ও ‘ইসলামিক অনলাইন মাদ্রাসা’র বিশেষ উদ্যোগে এবং ‘এসো কুরআন শিখি ফাউন্ডেশন’ ও ‘আদ দাওয়াহ ইসলামিক ফাউন্ডেশন’-এর সার্বিক ব্যবস্থাপনায় এই মহতী আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা শাহ সাইফুল্লাহ। তিনি শিক্ষার্থীদের হাতে উপহারসামগ্রী তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আলী হাসান, মাওলানা মুশাহিদ আলী চমকপুরি, মাওলানা মুস্তাফিজ সালমান, মাওলানা জসিমুদ্দিন ও মাওলানা মুহিব্বুল্লাহ। এছাড়াও আয়োজক কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং শিক্ষার্থীদের অভিভাবকরা এ সময় উপস্থিত ছিলেন।

নতুন কুরআন ও শিক্ষা উপকরণ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে শিশুরা। লামিয়া নামের এক শিক্ষার্থী জানায়, “আজ আমি প্রথম কুরআন শরীফ পড়ার সবক পেলাম। নতুন কুরআন ও রেহেল পেয়ে আমার খুব ভালো লাগছে। আমি নিয়মিত কুরআন পড়তে চাই।” অপর শিক্ষার্থী আয়ান বলে, “সবাই মিলে একসাথে কুরআন শিখতে পেরে খুব আনন্দ হচ্ছে। বড় হয়ে আমি কুরআনের শিক্ষা অনুযায়ী জীবন গড়তে চাই।”

অভিভাবক মুস্তাফিজ সালমান বলেন, “বর্তমান সময়ে শিশুদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম। মাগুরায় একসঙ্গে এতগুলো শিশুকে কুরআনের সবক প্রদান একটি প্রশংসনীয় উদ্যোগ। এর মাধ্যমে শিশুরা ছোটবেলা থেকেই কুরআনের সান্নিধ্যে আসার সুযোগ পাচ্ছে, যা তাদের চরিত্র গঠন ও মানবিক মূল্যবোধ বিকাশে সহায়ক হবে।” তিনি এ ধরনের কার্যক্রম নিয়মিত এবং আরও বিস্তৃত পরিসরে চালু রাখার আহ্বান জানান।

ইসলামী দাওয়াহ ইনস্টিটিউটের মাগুরা জেলা প্রতিনিধি হাফেজ মাওলানা সাকিবুল ইসলাম বলেন, “শিশুদের মাঝে কুরআন শিক্ষার আগ্রহ সৃষ্টি এবং নৈতিকতা প্রসারের লক্ষ্যেই আমাদের এই আয়োজন। পবিত্র কুরআনের শিক্ষার মাধ্যমে শিশুরা ভবিষ্যতে দ্বীনদার ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে এবং সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।” ভবিষ্যতে এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow