নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও আলোচনার জন্ম দিয়েছেন। এবার তিনি নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ হিসেবে দাবি করেছেন। সোমবার (১২ জানুয়ারি) নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি ছবি পোস্ট করে তিনি এই বার্তা দেন।
ট্রাম্পের শেয়ার করা ছবিটি মূলত অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়ার একটি সম্পাদিত (এডিট করা) অংশের স্ক্রিনশট বলে মনে হচ্ছে। ওই ছবিতে দেখা যায়, ২০২৬ সালের জানুয়ারি থেকে ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
ছবিতে ট্রাম্পের রাজনৈতিক ক্যারিয়ারের বিবরণও তুলে ধরা হয়েছে। সেখানে তাকে যুক্তরাষ্ট্রের ৪৫তম এবং ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করা হয়েছে। তথ্যে আরও বলা হয়েছে, তিনি সর্বশেষ ২০২৫ সালের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই পোস্টটি শেয়ার করার পরপরই তা নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক কৌতূহল ও আলোচনার সৃষ্টি হয়েছে।
What's Your Reaction?
আন্তর্জাতিক ডেস্কঃ