ফিলিস্তিনিদের ‘নিচ্ছিন্ন করার’ আহ্বান কংগ্রেসম্যান র্যান্ডি ফাইনের, ইসলামবিদ্বেষী তকমায় আপত্তি নেই তার
ফিলিস্তিনি জনগণকে নিশ্চিহ্ন করে দিতে প্রকাশ্যে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সদস্য ও ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র র্যান্ডি ফাইন। তিনি বলেন, এ ধরনের অবস্থান নেওয়ার কারণে কেউ তাঁকে ইসলামবিদ্বেষী বললেও তিনি তা পরোয়া করেন না। এর আগেও ফাইন বহুবার ইসলামবিদ্বেষী ও ফিলিস্তিনবিরোধী মন্তব্য করেছেন।
গত মঙ্গলবার কংগ্রেসে অনুষ্ঠিত এক শুনানিতে ফাইন অভিযোগ করেন, অধিকৃত পশ্চিম তীরে ‘বর্ণবৈষম্যমূলক’ নিষেধাজ্ঞার কারণে কিছু এলাকায় ইসরায়েলিরা যেতে পারেন না। তবে বাস্তবে ইসরায়েলি সামরিক বাহিনীই নিরাপত্তার কারণ দেখিয়ে বসতি স্থাপনকারীদের ফিলিস্তিনি শহরগুলোতে প্রবেশ না করতে সতর্কতামূলক সাইন টানিয়ে রাখে। ওই অঞ্চলের নিয়ন্ত্রণ পুরোপুরি ইসরায়েলি সেনাদের হাতে।
মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি বাহিনীর সুরক্ষার সুযোগ নিয়ে সশস্ত্র ইহুদি অবৈধ বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনি গ্রাম দখল, লুটপাট ও হামলার মতো ঘটনা ঘটায়। চলতি বছরে বসতি স্থাপনকারীদের হামলায় দুই মার্কিন নাগরিক নিহত হওয়ার ঘটনাও তুলে ধরা হয়।
শুনানিতে যুক্তরাষ্ট্রের জায়নবাদী সংগঠনের প্রেসিডেন্ট মর্টন ক্লেইনকে ফাইন প্রশ্ন করেন, ‘যখন শত্রুতাপূর্ণ সাইন ও উস্কানিমূলক বক্তব্যের মুখোমুখি হতে হয়, তখন কীভাবে শান্তির পথ খুঁজে পাওয়া সম্ভব?’ পরামর্শের সুরে তিনি আরও বলেন, ‘এ পরিস্থিতিতে কীভাবে দীর্ঘমেয়াদি সমাধান পাওয়া যাবে? নাকি আমাদের অন্য পথ বেছে নিতে হবে?’
জবাবে ক্লেইন দাবি করেন, ইসলামকে ‘সংস্কারের’ ভেতর দিয়ে যেতে হবে এবং ইসরায়েলকে ইহুদি রাষ্ট্র হিসেবে স্বীকার করতে হবে—কিন্তু এ নিয়ে কথা বলতে কেউ সাহস পায় না, কারণ ইসলামবিদ্বেষী হিসেবে চিহ্নিত হওয়ার ভয় আছে।
এরপরই ক্লেইনকে থামিয়ে ফাইন বলেন, ‘আমি এসবের ভয় পাই না।’ ফ্লোরিডা থেকে নির্বাচিত রিপাবলিকান এই কংগ্রেসম্যান আরও যোগ করেন, ‘যারা আপনার ধ্বংস কামনা করে, তাদের সঙ্গে শান্তির আশা করা কঠিন। আমার মনে হয়, আগে তাদের নিশ্চিহ্ন করতে হবে।’
What's Your Reaction?
আন্তর্জাতিক ডেস্কঃ