হজযাত্রীদের বিমান টিকিটে আবগারি শুল্ক মওকুফ, ব্যয় কমবে প্রায় ৫ হাজার টাকা
আগামী মৌসুমের হজযাত্রীদের বিমান টিকিটের ওপর আবগারি শুল্ক অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর আগের মৌসুমেও একই ধরনের শুল্ক ছাড় প্রদান করা হয়েছিল। হজযাত্রীদের ব্যয় কমাতে সম্প্রতি এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সংস্থাটি।
প্রজ্ঞাপনে এনবিআর জানায়, হজের মোট ব্যয় হ্রাসে সরকারের উদ্যোগকে ফলপ্রসূ করতে এবং ধর্মপ্রাণ মুসলমানদের পবিত্র হজ পালনের সুযোগ সহজ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিমানের খরচ কমলে সাধারণ মানুষের আর্থিক চাপও হ্রাস পাবে বলে কর্তৃপক্ষ মনে করছে।
এনবিআরের হিসাব অনুযায়ী, এই শুল্ক মওকুফের ফলে সৌদি আরবে যাওয়া–আসা মিলিয়ে প্রতিটি হজযাত্রী প্রায় ৫ হাজার টাকা সাশ্রয় করতে পারবেন। সিদ্ধান্তটি হজযাত্রীদের সামগ্রিক ব্যয় পরিকল্পনায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছে সংস্থাটি।
What's Your Reaction?
অনলাইন ডেস্কঃ