লিভারপুলে ঝামেলা বাড়ায় সালাহকে দলে টানতে আবারও সক্রিয় সৌদি ক্লাবগুলো

খেলা ডেস্কঃ
Dec 11, 2025 - 13:29
 0  4
লিভারপুলে ঝামেলা বাড়ায় সালাহকে দলে টানতে আবারও সক্রিয় সৌদি ক্লাবগুলো
সালাহকে নিয়ে আগ্রহের কথা জানাল সৌদি লিগ | এএফপি

মোহাম্মদ সালাহকে নিজেদের দলে ভেড়ানোর চেষ্টা সৌদি প্রো লিগের ক্লাবগুলোর বহুদিনের। আল ইত্তিহাদসহ একাধিক ক্লাব তাঁর প্রতি আগ্রহ দেখালেও লিভারপুলের প্রতি গভীর অনুগত্য এবং নিজের স্থিতিশীলতা বজায় রাখার কারণেই এত দিন অন্য কোথাও যাওয়ার কথা ভাবেননি মিসরীয় তারকা। এমনকি সৌদি লিগে বিপুল অর্থ—বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ হাজার কোটি টাকা—আয়ের সুযোগও প্রত্যাখ্যান করেছিলেন তিনি।

এপ্রিল মাসে লিভারপুলের সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত নতুন চুক্তি স্বাক্ষর করায় সৌদি ক্লাবগুলোর আশা আরও ক্ষীণ হয়ে যায়। কিন্তু সাম্প্রতিক টানাপোড়েন এবং কোচ–ক্লাবের সঙ্গে সালাহর দ্বন্দ্বের জেরে আবারও দৌড়ঝাঁপ শুরু করেছে সৌদি প্রো লিগের দলগুলো।

একাদশে জায়গা হারিয়ে ক্ষুব্ধ সালাহ

সাম্প্রতিক বাজে পারফরম্যান্সের কারণে লিভারপুলের শুরুর একাদশ থেকে বাদ পড়েন সালাহ। টানা তিন লিগ ম্যাচে তাঁকে রাখা হয় বেঞ্চে, যার মধ্যে দুই ম্যাচে বদলি হিসেবেও সুযোগ পাননি। এরই প্রেক্ষাপটে লিডস ইউনাইটেডের সঙ্গে ৩–৩ ড্রয়ের পর প্রকাশ্যে ক্ষোভ ঝাড়েন তিনি।

সালাহর অভিযোগ, ক্লাবের ব্যর্থতার দায় তাঁর ওপর চাপানো হচ্ছে। কোচ আর্নে স্লটের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার কথাও তিনি স্বীকার করেন। একই সঙ্গে জানুয়ারিতেই লিভারপুল ছাড়ার ইঙ্গিত দিয়ে রাখেন। তাঁকে বাদ দেওয়া হয় ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের দল থেকেও। ফলে লিভারপুলের হয়ে তাঁর ভবিষ্যৎ এখন অনিশ্চিত।

সৌদি লিগ আবারও সক্রিয়

এমন পরিস্থিতিতে সৌদি প্রো লিগের ক্লাবগুলো নতুন আশায় বুক বাঁধছে। বিষয়টি নিশ্চিত করেছেন সৌদি লিগের প্রধান নির্বাহী ওমর মুগারবেল। সৌদি আরবে অনুষ্ঠিত বিশ্ব ফুটবল সম্মেলনে তিনি বলেন, ‘মোহাম্মদ সালাহকে সৌদি লিগে স্বাগত জানানো হবে। তবে চুক্তির সিদ্ধান্ত ক্লাবগুলোর। নিঃসন্দেহে তিনি সৌদি ক্লাবগুলোর আগ্রহের কেন্দ্রে।’

এর আগে গত জানুয়ারিতে সৌদি লিগে যাওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করলে সালাহ বলেছিলেন, তিনি বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চান না, কারণ ক্লাব তা পছন্দ নাও করতে পারে।

সবাই যে সালাহকে চায়, তা নয়

তবে সব ক্লাবই সালাহকে দলে নিতে আগ্রহী নয়। আল খলুদ ক্লাবের চেয়ারম্যান বেন হারবার্গ মনে করেন, ৩৩ বছর বয়সী সালাহ সৌদি লিগের সঙ্গে পুরোপুরি মানানসই নন। তাঁর ভাষায়, ‘লিভারপুলে চুক্তি নবায়নের পর তাঁর পারফরম্যান্স প্রত্যাশার নিচে নেমে গেছে। বয়সও বাড়ছে। যদিও অনেকে তাঁকে তারকা হিসেবে পছন্দ করে, আমার ধারণা তিনি আমাদের লিগের কাঠামোর সঙ্গে মানানসই হবেন না।’

হারবার্গ আরও বলেন, ‘যদি সালাহ ও ভিনিসিয়ুস জুনিয়রের মধ্যে বেছে নেওয়ার সুযোগ আসে, আমি ভিনিসিয়ুসকেই নেব। আমরা ভবিষ্যৎ প্রজন্মের ২৫ বছর বয়সী তরুণদের দিকে নজর দেওয়াই উত্তম মনে করি।’

লিভারপুলে ভবিষ্যৎ অনিশ্চিত, সৌদিতে আগ্রহ তুঙ্গে

চুক্তি নবায়ন করলেও বর্তমান পরিস্থিতিতে সালাহর ভবিষ্যৎ অনিশ্চিত। কোচের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়া, মাঠের বাইরে বিতর্ক, একাদশে জায়গা হারানো—সব মিলিয়ে তাঁর ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছেন তিনি। আর এই সুযোগ কাজে লাগিয়ে আবারও সৌদি ক্লাবগুলো আগ্রহী হয়ে উঠেছে তাকে দলে টানতে।

আগামী শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে সালাহকে ঘিরে বড় কোনো নাটকীয়তা দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow