টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ রোহিঙ্গা যুবক চট্টগ্রাম মেডিকেলে ভর্তি

অনলাইন ডেস্কঃ
Jan 12, 2026 - 12:43
 0  3
টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ রোহিঙ্গা যুবক চট্টগ্রাম মেডিকেলে ভর্তি

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান অস্থিরতা ও গোলাগুলির প্রভাবে টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ হওয়া এক রোহিঙ্গা যুবককে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার ভোর চারটার দিকে তাঁকে হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগে ভর্তি করা হয়।

গুলিবিদ্ধ ওই যুবকের নাম কেফায়েত উল্লাহ (২২)। তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার ২১ নম্বর চাকমার কুল রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা নজির উদ্দিনের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোররাতে গুলিবিদ্ধ অবস্থায় কেফায়েত উল্লাহকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে দ্রুত ক্যাজুয়ালটি বিভাগে ভর্তির নির্দেশ দেন। বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে তীব্র লড়াই চলছে। গত কয়েক দিন ধরে টেকনাফের হোয়াইক্যং ও নাফ নদী সীমান্তে ব্যাপক গোলাগুলি ও আগুনের ধোঁয়া দেখা গেছে। সীমান্তের ওপার থেকে আসা গোলার শব্দে টেকনাফ সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। ধারণা করা হচ্ছে, সীমান্তের এই সংঘাত চলাকালেই কেফায়েত উল্লাহ গুলিবিদ্ধ হন।

রাখাইন সীমান্তে চলমান এই উত্তপ্ত পরিস্থিতির কারণে বিজিবিসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সীমান্তে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow