বিকৃতভাবে বোরকা পরে বরখাস্ত অস্ট্রেলীয় সিনেটর

আন্তর্জাতিক ডেস্কঃ
Nov 26, 2025 - 14:19
 0  3
বিকৃতভাবে বোরকা পরে বরখাস্ত অস্ট্রেলীয় সিনেটর

অস্ট্রেলিয়ায় মুসলিম নারীদের পোশাক বোরকা নিষিদ্ধের দাবিতে পার্লামেন্টে বিকৃতভাবে বোরকা পরে প্রবেশ করায় দেশটির সিনেটর পলিন হ্যান্সনকে এক সপ্তাহের জন্য বরখাস্ত করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) তার এই আচরণের তীব্র নিন্দা জানান অন্যান্য সিনেটররা। পরে আনুষ্ঠানিকভাবে তাকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

অভিবাসনবিরোধী ওয়ান নেশন পার্টির কুইন্সল্যান্ডের এই সিনেটর জনসমক্ষে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ করতে একটি বিল উত্থাপনের চেষ্টা করছিলেন। দীর্ঘদিন ধরে তিনি এ বিষয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। উল্লেখ্য, ২০১৭ সালেও তিনি পার্লামেন্টে বোরকা পরে এসেছিলেন।

নিজের বিল সিনেটে বাতিল হওয়ায় প্রতিবাদ স্বরূপ আবারও তিনি কালো বোরকা পরে পার্লামেন্টে ফিরে আসেন। এতে অন্যান্য আইনপ্রণেতারা ক্ষোভ প্রকাশ করেন এবং তার বিলটি উত্থাপনেও বাধা দেন।

মুসলিম গ্রিনস সিনেটর মেহরিন ফারুকী তার এ আচরণকে ‘ন্যক্কারজনক বর্ণবাদ’ বলে মন্তব্য করেন।মঙ্গলবার সরকার দলীয় সিনেট নেতা ও পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং হ্যান্সনের বিরুদ্ধে তিরস্কার প্রস্তাব উত্থাপন করেন। তিনি বলেন, হ্যান্সন বহু বছর ধরে কুসংস্কার ও বিদ্বেষ ছড়িয়ে আসছেন এবং অস্ট্রেলীয় মুসলমানদের সম্মানহানি করেছেন। প্রস্তাবটি ৫৫–৫ ভোটে পাস হয়।

প্রস্তাবে বলা হয়, হ্যান্সনের উদ্দেশ্য ছিল ধর্মের ভিত্তিতে মানুষকে উপহাস ও অপদস্থ করা।

এ ঘটনার পর নিজের ফেসবুকে হ্যান্সন লিখেছেন, ‘যদি তারা চায় আমি এটি না পরি—তবে বোরকা নিষিদ্ধ করুক।’

উল্লেখ্য, ১৯৯৬ সালে হ্যান্সন এশীয়দের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করেছিলেন। ২০১৬ সালে তিনি বলেন, দেশটি ‘মুসলমানদের দ্বারা প্লাবিত হওয়ার’ ঝুঁকিতে রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow