আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ দুর্যোগ” — এ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫। দিবসটি উপলক্ষে সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখার যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র্যালি শেষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক এক মহড়া প্রদর্শন করা হয়, যা উপস্থিত দর্শনার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করে।
পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার।
সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, “দুর্যোগ মোকাবিলায় সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। পূর্ব প্রস্তুতি ও সচেতনতা জীবন ও সম্পদের ক্ষতি অনেকাংশে কমাতে পারে। তাই প্রত্যেকের উচিত দুর্যোগকালীন করণীয় সম্পর্কে সঠিক ধারণা রাখা এবং মহড়ায় অংশগ্রহণের মাধ্যমে নিজেকে প্রস্তুত রাখা।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হান্নান, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি. এম কামরুজ্জামান, পল্লী উন্নয়ন কর্মকর্তা তোফাজ্জল হোসেন মীর, প্রশাসনিক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, ইউপি চেয়ারম্যান মো. মঞ্জুরুল ইসলাম, মামনুর রশিদ, নাজিমুদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে দুর্যোগকালীন নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
What's Your Reaction?






