রোয়াংছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের রোয়াংছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে সকাল ১০টায় রোয়াংছড়ি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজমিন আলম তুলি। স্বাগত বক্তব্য রাখেন ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলটন দস্তগীর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি কলেজের অধ্যক্ষ জেরী রোয়ালথান লিয়ান বুইতিং, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. কামাল উদ্দিন আহমেদ, সমাজসেবা কর্মকর্তা থুইয়ইচিং মারমা, ১নং রোয়াংছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, ৩নং আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, রোয়াংছড়ি কলেজের তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রভাষক উথোয়াইপ্রু মারমা, ইতিহাস বিভাগের প্রভাষক মংচসিং মারমা, বাংলা বিভাগের প্রভাষক নোহ ত্রিপুরা, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক অমর বিকাশ তঞ্চঙ্গ্যা এবং পৌরনীতি বিভাগের প্রভাষক নয়ন তঞ্চঙ্গ্যা।
এ সময় রোয়াংছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মো. ইফতেখার এর নেতৃত্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজমিন আলম তুলি বলেন, “প্রতি বছর ১৩ অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস বিশ্বব্যাপী উদযাপিত হয়। এর মূল উদ্দেশ্য হলো জনগণকে দুর্যোগের ঝুঁকি মোকাবেলায় সচেতন করা এবং প্রস্তুতির গুরুত্ব তুলে ধরা। জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা বাড়ছে। তাই দুর্যোগ মোকাবেলায় সবাইকে আগেভাগে প্রস্তুতি নিতে হবে।”
What's Your Reaction?






