পিরোজপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Oct 13, 2025 - 21:21
 0  2
পিরোজপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

"সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ"এই প্রতিপাদ্যকে  সামনে রেখে বেসরকারি উন্নয়ন সংস্থা উদ্দীপন জলবায়ু পরিবর্তন ও অভিযোজন প্রকল্প (সি সি এ) এর আয়োজনে পিরোজপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ পালিত হয়েছে। 

সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে দিবসটি উপলক্ষে বেসরকারী সংস্থা উদ্দীপন বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি, আলোচনা সভা, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা। জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক সাইফ-মিজান স্মৃতি সভাকক্ষে আলোচনা সভার সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। এ সময় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস,বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি,উদ্দীপন শিশু ও যুব ক্লাবের প্রতিনিধিবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 আলোচনা সভায় বক্তারা বলেন, এই দিবসটি উদযাপনের মূল উদ্দেশ্য হচ্ছে দুর্যোগে ক্ষয় ক্ষতির পরিমান কমানো এবং দুর্যোগ ঝুঁকি হ্রাস করা ও ঝুঁকিপূর্ণ এলাকার জনগণকে সচেতন করা,যাতে করে আগামী দিনে যেকোনো দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমান কম হয়।

উদ্দীপন ক্লাবের সদস্য মারিয়া মিম বলেন,উদ্দীপন সব সময় প্রান্তিক জনগোষ্ঠীর সচেতনতা বৃদ্ধির জন্য সামাজিক কর্মসূচির মাধ্যমে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে থাকে তারই অংশ হিসেবে আজ আমরা আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অংশগ্রহণ করেছি এবং আগামীতে দুর্যোগের পূর্বে, চলাকালীন এবং পরবর্তী সময় উদ্দীপন শিশু ও যুব ক্লাবের স্বেচ্ছাসেবক টিম কাজ করবে সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow