বোয়ালমারীতে তিন দিনব্যাপী মাধ্যমিক স্তরের ইংরেজি বিতর্ক প্রতিযোগিতার সূচনা

“আমরা কথা বলি, আমরা শিখি, আমরা জয় করি”এই অনুপ্রেরণামূলক স্লোগানকে ধারণ করে বোয়ালমারীতে শুরু হয়েছে প্রথম মাধ্যমিক স্তরের ইংরেজি বিতর্ক প্রতিযোগিতার সূচনা হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টার দিকে বোয়ালমারী উপজেলার সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের সুসজ্জিত হলরুমে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান।পুরো বিদ্যালয় প্রাঙ্গণ সাজানো হয় উৎসবের রঙে— ব্যানার, ফেস্টুন আর শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে চারপাশ।
তিন দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীন হাসান চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাফিল মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ মোশাররফ হোসেন।
এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে উপজেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিযোগী দল। অনুষ্ঠানটি দুটি ভেনুতে অনুষ্ঠিত হচ্ছে।একটি সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ে এবং অপরটি বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন,বিতর্ক কেবল যুক্তি প্রদর্শনের ক্ষেত্র নয়, এটি চিন্তা, আত্মবিশ্বাস ও নেতৃত্ব গঠনের মঞ্চ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীন হাসান চৌধুরী তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের ইংরেজি চর্চায় উৎসাহিত করে বলেন,
আজকের বিতার্কিকরাই আগামী দিনের জ্ঞানযোদ্ধা। তারা যুক্তি ও সাহসের শক্তিতে এগিয়ে যাবে বিশ্ব দরবারে।
বিশেষ অতিথি এসিল্যান্ড শিব্বির আহমেদ বলেন,বিতর্ক মননশীলতার বিকাশ ঘটায়, ভিন্ন মতের প্রতি সহনশীলতা শেখায়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন বলেন,এই ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে শুধু ইংরেজিতে সাবলীল করে না, বরং তাদের নেতৃত্বগুণ বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সভাপতির বক্তব্যে ইসরাফিল মোল্লা বলেন,আমাদের শিক্ষার্থীরা যুক্তি ও ভাষার জাদুতে জয় করবে ভবিষ্যৎ।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা ইতিমধ্যেই শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। সাহিত্য, যুক্তি ও ভাষার সৌন্দর্যে মিশে থাকা এই আয়োজন হয়ে উঠেছে জ্ঞানের এক বর্ণিল উৎসব।
What's Your Reaction?






