পিরোজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও পথসভা
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পিরোজপুরে বর্ণাঢ্য র্যালি ও পথসভার আয়োজন করেছে জেলা বিএনপি।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে পৌর ভবনের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে এসে এক পথসভায় মিলিত হয়। র্যালিতে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী ব্যানার ও ফেস্টুন হাতে অংশ নেন।
পথসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত এবং সঞ্চালনা করেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য হাসানুল কবির লীন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও সাংবাদিক নেতা হাফিজ আল আসাদ সাইদ খান, জেলা আইনজীবী ফোরামের সদস্য সৈয়দ সাব্বির আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি ও সদস্য সচিব তৌহিদুল ইসলাম তৌহিদ, জেলা যুবদলের আহ্বায়ক মো. কামরুজ্জামান তুষার ও সদস্য সচিব এমদাদুল হক মাসুদ প্রমুখ।
বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। এদিন সৈনিক ও সাধারণ মানুষ জাতীয় বিপ্লব ও সংহতির মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছিলেন। তারা আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষিত এই দিনটি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক হিসেবে ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে।
What's Your Reaction?
মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ