পিআর পদ্ধতি ছাড়া অন্য ভাবে নির্বাচন দিয়ে নতুন শেখ হাসিনার জন্ম হতে দেব না

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Sep 26, 2025 - 18:58
 0  11
পিআর পদ্ধতি ছাড়া অন্য ভাবে নির্বাচন দিয়ে নতুন শেখ হাসিনার জন্ম হতে দেব না

বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার আয়োজনে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ ৫ দফার গণদাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর)  সকাল ১০টায় পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর   আহবানে জামায়াতের সর্ব স্তরের নেতা কর্মীদের নিয়ে এ গনমিছিল ও সমাবেশের আয়োজন করে।

শহরের শহীদ মিনার চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অবকাশ চত্বরে গিয়ে শেষ হয়। এর আগে শহীদ মিনার চত্বরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রবের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, পিরোজপুর জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ।

জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক এর সঞ্চালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন,জেলা সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, মাওলানা সিদ্দিকুল ইসলাম, সদর উপজেলা আমীর মাওলানা সিদ্দিকুর রহমান, পৌর আমির ইসহাক আলী খান সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ। 

এ সময় বক্তারা বলেন, "পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে আরেকটি স্বৈরাচারী শেখ হাসিনা সরকার জন্ম নিবে তাই পিআর পদ্ধতি ছাড়া অন্য ভাবে নির্বাচন দিয়ে নতুন শেখ হাসিনার জন্ম হতে দেব না। অনেক রক্তের বিনিময়ে ৫ ই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। কোন দলের ক্ষমতায় যাওয়ার লোভ-লালসায় জুলাই বিপ্লবের স্বাধীনতা নষ্ট করা যাবে না। ৩০ থেকে ৩৫ পার্সেন্ট মানুষের ভোট নিয়ে শতভাগ মানুষের প্রতিনিধিত্ব করার কোন সুযোগ নেই। একমাত্র পিআর পদ্ধতির মাধ্যমেই নির্বাচন হলে  শতভাগ মানুষের প্রতিনিধিদের মাধ্যমে দেশ পরিচালিত হবে। সকলের মতামত দেয়ার স্বাধীনতা থাকবে। মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে ‌ লুটপাট দুর্নীতি বন্ধ হবে। আর কোন স্বৈরাচার তৈরি হবে না। তাই পিআর পদ্ধতিতে ও জুলাই সনদের  ভিওিতে নির্বাচনের জন্য সরকারকে আহবান জানানো হয়,অন্যথায় কঠোর কর্মসূচী দিয়ে সরকারকে বাধ্য করা হবে বলে জানানো হয়।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow