নাসিরনগরে নিখোঁজের ৫ দিন পর জমি থেকে বৃদ্ধের কঙ্কাল উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর মিল্লাত আলী (৫৫) নামে এক বৃদ্ধের কঙ্কাল তাঁর নিজ জমি থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার দাঁতমন্ডল বিল থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়। নিহত মিল্লাত আলী একই গ্রামের মুকসুদ আলীর ছেলে।
এ বিষয়ে নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ তানভীর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত ২১ সেপ্টেম্বর সকালে মিল্লাত আলী দাঁতমন্ডল এলাকা থেকে নিখোঁজ হন। এরপর তাঁর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। পরবর্তীতে তাঁর ছেলে গত ২৩ সেপ্টেম্বর নাসিরনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরিদর্শক তানভীর আরও জানান, শুক্রবার সকালে মিল্লাত আলীর ছেলে নিজেদের জমিতে কাজ করতে যান। এ সময় তিনি বিলের মাঝে তাঁর বাবার কঙ্কাল পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কঙ্কালটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি জমিতে কাজ করার সময় হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন। পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, বন্যপ্রাণী তাঁর দেহ খেয়ে ফেলায় শুধু কঙ্কাল অবশিষ্ট ছিল। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।
What's Your Reaction?






