পিরোজপুরে প্রধান শিক্ষককে হাতুড়ি পেটা করে হাত-পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Sep 26, 2025 - 18:51
 0  5
পিরোজপুরে প্রধান  শিক্ষককে হাতুড়ি পেটা করে হাত-পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা

পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা বহুমুখী সম্মিলিত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মৈত্র (৫২) কে হাতুড়ি পেটা করে তার দুই পা এবং হাত ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর)  বিকাল ৫টার দিকে পিরোজ পুর সদর উপজেলার কদম তলা ইউনিয়নের ঝরঝরি তলা এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা যায়, নব গঠিত পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির দুই গ্রুপের কোন্দলের জেরে প্রধান শিক্ষক বিপুল মৈত্রকে পিটিয়ে হাতপা ভেঙে গুরুতর আহত করা হয়। তিনি জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এলিজা জামানের সমর্থক। আরেক গ্রুপ সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক প্রার্থী সরদার কামরুজ্জামান চাঁনের সমর্থকরা তার উপর হামলা করে। মারাত্মক আহত বিপুল মৈত্রকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় সন্দেহজনকভাবে সরদার কামরুজ্জামান চাঁনকে রাতেই  গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

জেলা বিএনপির একাধিক  নেতাকর্মী জানান,এই হামলার ঘটনার আগে জেলা বিএনপির কার্যালয়ে চাঁন সরদার তার দলবল নিয়ে বৈঠক করেন। সেখানে জুজখোলা বহুমুখী সম্মিলিত উচ্চ বিদ্যালয়েয় ম্যানেজিং কমিটির সভাপতি এলিজা জামানকে নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এলিজা জামান তার বাবার প্রতিষ্ঠিত জুজখোলা বহুমুখী সম্মিলিত উচ্চ বিদ্যালয়ের সভাপতি হওয়াকে মেনে নিতে পারেনি তারা। আর এটা নিয়েই বিরোধের সৃষ্টি হতে পারে।

জুজখোলা বহুমুখী সম্মিলিত উচ্চ বিদ্যালয়েয় ম্যানেজিং কমিটির সভাপতি ও বিএনপি নেএী এলিজা জামান জানান, বিদ্যালয়ের একটি অনুষ্ঠান শেষে বিকালে প্রধান শিক্ষক ও অপর আরেকজন শিক্ষক মোটরসাইকেলে করে পিরোজপুর যাচ্ছিলেন। পথে কমদতলার ঝরঝরিতলা এলাকায় মোটরসাইকেলের গতিরোধ করে সন্ত্রাসীরা প্রধান শিক্ষককে হাতুড়ি দিয়ে পিটিয়ে দুই পা ও একটি হাত ভেঙে দিয়েছে।

পিরোজপুর সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম জানান, একজন শিক্ষককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার ঘটনা ঘটেছে। বিষয়টি খোঁজখবর নেওয়া হচ্ছে ও আইনগত ব্যবস্হা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow