পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

পিরোজপুরে বর্ণাঢ্য র্যালি, আনন্দ মিছিল ও আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। সোমবার (১লা সেপ্টেম্বর) আয়োজিত এই কর্মসূচিতে দলের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন, যা পুরো শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।
এদিন সকাল ১১টায় পিরোজপুর পৌর প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন ক্লাব স্বাধীনতা মঞ্চে গিয়ে শেষ হয়।মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীদের হাতে রঙিন ব্যানার, ফেস্টুন এবং জাতীয় ও দলীয় পতাকা দেখা যায়। দলীয় স্লোগানে মুখরিত ছিল গোটা শহর।
পরে টাউন ক্লাব মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া দলটি প্রতিষ্ঠালগ্ন থেকে গণতন্ত্রের আদর্শ বুকে ধারণ করে দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে। তারা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে দলটি কাজ করে যাবে বলেও তারা অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আকন, জেলা কৃষক দলের সভাপতি নাসির আহমেদ বাচ্চু, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক কামরুজ্জামান তুষার, সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি এবং সদস্য সচিব তৌহিদুল ইসলাম তৌহিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে জেলার ৭টি উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
What's Your Reaction?






