সাভারে ৯০০ পিস ইয়াবাসহ দম্পতি গ্রেফতার

মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
Oct 8, 2025 - 13:04
 0  5
সাভারে ৯০০ পিস ইয়াবাসহ দম্পতি গ্রেফতার

ঢাকার সাভারে অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (৭ অক্টোবর, ২০২৫) সন্ধ্যায় সাভার মডেল থানার বক্তারপুর তিন রাস্তার মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মোঃ মনির খাঁ (৩৮) ও তার স্ত্রী শ্যামলী খাতুন (৩২)। তারা বক্তারপুর এলাকার ওমরের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন। মনিরের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার সদর থানার লক্ষীপুর গ্রামে।

ঢাকা জেলা (উত্তর) ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জালাল উদ্দিন জানান, ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান (পিপিএম) এর নির্দেশনায় জেলাব্যাপী মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল বক্তারপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে, এসআই (নিঃ) মোহাম্মদ আব্দুল মুত্তালিব এবং তার সঙ্গীয় দল সন্ধ্যা ৫টা ৫ মিনিটের দিকে মোঃ মনির খাঁ ও তার স্ত্রী শ্যামলী খাতুনকে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow